অমৃতা ওয়াটোটো বোমা

৫ই এপ্রিল, ২০১১, কেনিয়া

কেনিয়ার উপরাষ্ট্রপতি মাননীয় শ্রী কালোঞ্জো মুসোইয়োকা আম্মার উপস্থিতিতে কেনিয়ার মাতা অমৃতানন্দময়ী চ্যারিটেবল ট্রাস্ট দ্বারা নির্মিত শিশু নিকেতনের দ্বার উদঘাটন করেন| আথি নদীর তীরে এই সমারোহে অন্য গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে ছিলেন কেনিয়ার ক্রীড়া ও সংস্কৃˆতি উপমন্ত্রী শ্রীমতী ওয়াবিন্যা ন্ডেটি, কয়েকজন সাংসদ, জেলা শাসক এবং বিখ্যাত গায়ক এরিক ওয়াইনাইনা| শিশু নিকেতনে প্রারম্ভিক স্তরে ১০৮টি শিশু স্থান পাবে|

শিশু নিকেতন ছাড়া আরও দুটি প্রকল্প এদিন শুরু করা হয় – অমৃতা অর্থকরী বিদ্যা শিক্ষাকেন্দ্র এবং অমৃতা পানীয় জল সরবরাহ প্রকল্প|

৩৫টি কম্পু্টার সম্বলিত অমৃতা অর্থকরী বিদ্যা শিক্ষাকেন্দ্রের উদ্দেশ্য নিকটবর্তী জ্যাম সিটিস্থিত বস্তিবাসীদের শিক্ষা প্রদান| কেন্দ্রের প্রথম ব্যাচে ৫০ জন প্রাথমিক কম্পুটার ব্যবহার করা শিখেছে|

অমৃতা পানীয় জল সরবরাহ প্রকল্প শিশু নিকেতন সংলগ্ন মাসাই উপজাতিয়দের পানীয় জল সরবরাহ করবে| এই অঞ্চলে অনাবৃষ্টির কারণে খুব জলের অভাব|