২৭শে সেপ্টেম্বর, ২০১০, অমৃতপুরী. আম্মার ৫৭-তম জন্মদিবস উপলক্ষ্যে মঠ এই প্রকল্পের প্রসারণের ঘোষণা করেছে. এল.আই.সি.-র সঙ্গে যুক্তভাবে মঠ গোষ্ঠীর সদস্যদের জীবনবীমা ও দুর্ঘটনাবীমার ব্যবস্থা করেছে. শুরুতে অমৃতাশ্রীর ১০,০০০ সদস্যা এই পলিসি লাভ করবেন.
স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে পলিসি ৪০,০০০ টাকা, দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যু হলে ৮৫,০০০ টাকা, সাময়িক প্রতিবন্ধীতার জন্য ৩৫,০০০ এবং স্থায়ী প্রতিবন্ধীতার জন্য ৭৫,০০০ টাকা মূল্যের হবে. তা ছাড়া, এই প্রকল্পের অঙ্গ হিসাবে মঠ ১৫% সদস্যাদের সন্তানদের বার্ষিক ১,২০০ টাকা ছাত্রবৃত্তি দেবে.