অমৃতাশ্রী প্রকল্প উপার্জন বিহীন অসহায় মহিলাদের জন্য আম্মার করুণার প্রকাশ. ৫,০০০ স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে অর্থকরী বিদ্যা শিক্ষা দিয়ে ১,০০,০০০ মহিলাদের উপার্জনক্ষম করে তোলা এই প্রকল্পের উদ্দেশ্য. প্রারম্ভের মাত্র তিন বছরের মধ্যে সারা ভারতে জাতি-ধর্ম নির্বিশেষে ৬,০০০ টির অধিক স্বনির্ভর গোষ্ঠী তৈরী হয়েছে.
গোষ্ঠীর সদস্যদের নিয়মিত শিক্ষানবীশির মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ করা হচ্ছে. যাদের ব্যবসায়ীক প্রতিভা আছে তাদের প্রারম্ভিক মূলধনের ব্যবস্থাও করছে মঠ খুব অল্প সুদের হারে.
গোষ্ঠীর সদস্যরা ভারতীয় জীবনবীমা নিগমের সঙ্গে মঠের যুগ্ম প্রকল্প- অমৃতাশ্রী সুরক্ষার অন্তর্গত জীবন ও দুর্ঘটনা বীমা পলিসি নিচ্ছেন তাঁদের আর্থিক নিরাপত্তার জন্য.