নিকটতম রেল স্টেশান – কায়মকুলম জংশন
সেখান থেকে অটো বা প্রাইভেট ট্যাক্সি নিয়ে বলিক্কাবু ফেরীঘাট এবং তারপর নৌকো করে বা অমৃতা সেতু দিয়ে খাঁড়ি পেরিয়ে অমৃতপুরী. যাদের জিনিসপত্র বেশী বা নৌকোতে উঠতে ভরসা পান না, তারা অটো বা ট্যাক্সি নিয়ে সরাসরি অমৃতপুরী আশ্রমের ভিতরে মন্দিরের সামনে চলে আসতে পারেন.
কলকাতা থেকে – ৬৩২৪ শালিমার-ত্রিবান্দ্রম এক্সপ্রেস, রবি ও মঙ্গলবার. তা ছাড়া, কোরোমণ্ডল এক্সপ্রেস ধরে চেন্নাই এবং সেখান থেকে চেন্নাই-ত্রিবান্দ্রম মেল ধরলে সপ্তাহে সবদিন যাতায়াত করা যায়. মুম্বাই থেকে নেত্রাবতী অথবা কন্যা-কুমারী এক্সপ্রেস এবং দিল্লী থেকে কেরালা এক্সপ্রেস সবচেয়ে সুবিধাজনক ট্রেন. এ ছাড়া আরও ট্রেন আছে বা থাকা সম্ভব. ভক্তরা যাত্রা করার আগে খোঁজ নেবেন. এ ছাড়া গুয়াহাটি এক্সপ্রেসের মত কিছু ট্রেন আছে যেগুলি এর্ণাকুলমে শেষ হয়ে যায়. এর্ণাকুলম থেকে হয় ট্রেনে কায়মকুলম নাহয় বাসে ওচিরা বা বলিক্কাবু আসা যায়.
নিকটতম হাইওয়ে বাসস্টপ – ওচিরা
যদি কেউ ‘বাই রোড’ আসছেন তবে এর্ণাকুলম এবং ত্রিবান্দ্রমের মাঝামাঝি ওচিরা বাসস্টপে নামতে হবে. সেখান থেকে বলিক্কাবু ফেরীঘাট.
অ্যাকোমোডেশান অফিস – অমৃতপুরীতে পৌঁছে সোজা আগে এই অফিসে যাবেন এবং ফর্ম ভরে ঘর ভাড়ার ব্যবস্থা করবেন. বাঙালী ভক্তরা দেবী-আম্মা নামে আশ্রমবাসিনীর সঙ্গে যোগাযোগ করবেন. তিনি ভাল বাংলা বলেন এবং বাঙালী ভক্তদের দর্শন করাবার দায়িত্ব আম্মা তাঁকে দিয়েছেন.
কোন কোন দিন দর্শন হয় – প্রতি সপ্তাহে বুধ-বৃহস্পতি এবং শনি-রবি বারে আম্মার দর্শন হয়. বাকী তিনদিন দর্শন হয় না, তবে আম্মা সাধারণত সান্ধ্য ভজনে উপস্থিত থাকেন.
ফেরার টিকিট অবশ্যই নিজের শহর থেকে করে আসবেন!
মঠের ফোন নং:০৪৭৬ -২৮৯৬২৭৮
অ্যাকোমোডেশান অফিস:০৪৭৬ -৩২৪১০৬৬