অসাধারণ প্রেম ও আত্মত্যাগের মধ্য দিয়ে আম্মা (শ্রী মাতা অমৃতানন্দময়ী দেবী) জগত জুড়ে লক্ষ লক্ষ মানুষের নিকট জনপ্রিয় হয়েছেন. তাঁর নিকট যারা আসে তাদের তিনি সাদরে জড়িয়ে ধরে তাঁর অনন্ত প্রেম বিতরণ করেন. জাতি ধর্ম নির্বিশেষে সব দর্শনার্থী আম্মার স্নেহ লাভ করে. এই সহজ ও শক্তিশালী উপায়ে (প্রত্যেক দর্শনার্থীকে আম্মা এক এক করে আলিঙ্গন করেন) আম্মা অগণিত জীবনে পরিবর্তন সাধন করছেন, তাদের হৃদয় প্রস্ফুটিত হয়ে উঠছে. গত ৩০ বত্সরে আম্মা পৃথিবীর বিভিন্ন দেশের তিন কোটির বেশী মানুষকে আলিঙ্গন করেছেন.
অন্যদের কল্যাণ সাধনে তাঁর অক্লান্ত নিষ্ঠা এক বিশাল সেবা-প্রতিষ্ঠানের জন্ম দিয়েছে, যার মাধ্যমে বহু লোক নিঃস্বার্থ সেবার সৌন্দর্য ও শান্তি অনুভব করতে পারছে. আম্মা শিক্ষা দেন যে চেতন অচেতন সকল বস্তুতে ঈশ্বর আছেন. সর্ববস্তুতে সেই ঐক্যবোধের ধারণা শুধু আধ্যাত্মিক তত্ত্বের সার নয়, সে সকল দুঃখের অন্তও বটে.
আম্মার উপদেশ বিশ্বজনীন. তাঁর ধর্মের কথা কেউ জিজ্ঞেস করলে তিনি বলেন যে তাঁর ধর্ম হল প্রেম. তিনি কাউকে ঈশ্বরে বিশ্বাস করতে বলেন না বা কাউকে ধর্মান্তরিত হতে বলেন না, শুধু বলেন অন্তরে অনুসন্ধান করতে তারা কে এবং নিজের উপর বিশ্বাস স্থাপন করতে.
জাতি-ধর্ম নির্বিশেষে মানবসেবায় উত্সর্গিত আম্মার অভূতপূর্ব জীবন কাহিনী, তাঁর বিশ্বজনীন প্রেম করুণার বাণী ও অমৃতোপম উপদেশ এই ওয়েবসাইটে দেওয়া হল. আশা করি পাঠক এ থেকে অনুপ্রেরণা লাভ করবেন এবং নিজ জীবনে প্রয়োগ করে সুখ ও শান্তি লাভ করবেন.
– ওয়েবটিম, অমৃতপুরী