বাছারা, নবরাত্রি ব্রহ্মাণ্ডের আদি কারণ পরাশক্তির পূজার সময়। নবরাত্রি ব্রত, কৃচ্ছ্রসাধন এবং পূজার সময়। পূজার ধরণ ধারণ স্থান হিসাবে পরিবর্তিত হয়। কোন কোন জায়গায় এক এক দিনে দেবীর এক এক রূপের পূজা করা হয়। প্রথম তিনদিন তাঁকে কালী বা দুর্গা রূপে পূজা করা হয়, পরের তিনদিন লক্ষ্মীরূপে এবং শেষের তিনদিন সরস্বতীরূপে পূজা করা হয়। আবার […]