২৭শে সেপ্টেম্বর, ২০১০, অমৃতপুরী ৫৭-তম জন্মদিবস উপলক্ষ্যে তাঁর ভাষণে আম্মা বলেন যদিও বিশ্বায়নের ফলে বস্তুজগতে যোগাযোগ সৃষ্টি হয়েছে, কিন্তু পৃথিবী এখনও ভুগছে. ‘‘আমরা কোথায় ভুল করেছি?’’ আম্মা উপস্থিত সকলকে জিজ্ঞেস করেন. ‘‘বাইরের যোগসূত্র স্থাপন করে সারা বিশ্ব এক ছোট গ্রামে পরিণত হয়েছে. কিন্তু অন্তরের যোগসূত্র, হৃদয় ও মনের যোগসূত্রের দিকে আমরা যথেষ্ট মনোযোগ দিতে ব্যর্থ […]
Tag / পরিচ্ছন্নতা
আম্মা বলেছেন যে মাতা অমৃতানন্দময়ী মঠ সারা ভারতে স্কুল এবং জনসাধারণের ব্যবহারের স্থান পরিষ্কার করার দায়িত্ব নিতে রাজী আছে যদি রাজ্য সরকার এবং অন্যান্য সংস্থার সমর্থন ও সহযোগিতা উপলব্ধ হয়. ‘‘আজকাল বলা হয় যে ভারত উন্নতি করছে এবং বিকশিত হচ্ছে. কিন্তু পরিবেশ পরিষ্কার রাখা ও স্বাস্থ্যসম্বন্ধীয় ব্যাপারে আমরা অনেক পিছিয়ে আছি. আমাদের রাস্তাঘাট ও জনসাধারণের […]