অমৃতপুরী এক আন্তর্জাতিক আশ্রম. ৩,০০০ ভক্তের বাসস্থান এটি. স্থায়ী বাসিন্দাদের মধ্যে আছে ত্যাগী শিষ্য এবং ভারত ও বিদেশ থেকে আগত অনেক পরিবার. আম্মার দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা বিশ্বের সেবায় নিজেদের জীবন অর্পণ করেছে. তারা এখানে আম্মার সঙ্গে বাস করে, আশ্রমের নানা সেবাকার্যে সহায়তা প্রদান করে এবং আম্মার জীবনাদর্শের উদাহরণ দেখে নিজেদের জীবন সেই ধাঁচে গড়ে তোলে.

আম্মা যখন যাত্রায় বেরোন না, তখন তিনি আগত দর্শনার্থীদের দিন-রাত দর্শন দিয়ে থাকেন এবং শিষ্য ও স্বেচ্ছাসেবকদের সঙ্গেও দেখা করেন যারা বিভিন্ন সেবা প্রকল্পে কাজ করছে. তা ছাড়া, ত্যাগী শিষ্যদের তিনি সাধনা সম্বন্ধে উপদেশ দেন. সপ্তাহে কয়েকবার আম্মা সকলের সঙ্গে ধ্যানে বসেন এবং প্রশ্নোত্তর সভা আয়োজিত হয়. তিনি প্রায় প্রত্যেক সন্ধ্যায় সমবেত ভজনে বসেন.

সারা পৃথিবী থেকে যারা শান্তি, সান্ত্বনা ও অনুপ্রেরণা লাভের আশায় আসে, তাদের নিকট অমৃতপুরী এক তীর্থস্থান. আম্মার সীমাহীন প্রেমের আস্বাদ নিতে প্রত্যহ হাজার হাজার দর্শনার্থী আশ্রমে আসে.

Satsang with Amma

যেহেতু অমৃতপুরী আম্মার আন্তর্জাতিক সেবা প্রকল্পের কেন্দ্র, এখান থেকে আম্মার অনেক শিষ্য আশ্রমের বিভিন্ন প্রতিষ্ঠান ও শাখা পরিচালনা করার জন্য যান. তাঁরা ভারতে এবং বিদেশেও যান নানা জন-অনুষ্ঠান পরিচালনা করতে.